ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি ঘোষণা করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।।

এতে বলা হয়েছে, 'সোমবার সকাল ১১:০০টা হতে সারা দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার কর্মসূচি গ্রহণ করেছে। উক্ত কর্মসূচির অধীনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সকল হল শাখা ছাত্রদলের নেতাকর্মীগণ নিজ নিজ হল প্রাঙ্গনে এবং এছাড়া ক্যাম্পাসের অন্য সকল অঙ্গনসমূহে বিশ্ববিদ্যালয় কমিটির নেতৃবৃন্দ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই কর্মসূচি গ্রহণ করেছেন এবং সকল নেতাকর্মীকে অত্যন্ত সুশৃঙ্খল ও কার্যকরীভাবে উক্ত কর্মসূচিকে সফল করার জন্য সর্বাত্মক ভূমিকা রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন।'

ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোন প্রার্থী/পক্ষের বিশ্ববিদ্যালয় এলাকায় যেকোনো ধরনের সেবামূলক কার্যক্রম বন্ধ করেছে প্রশাসন। কেও এধনের কাজ করলে সেটি সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে জানায় প্রশাসন।

গত ২১ আগস্ট ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী/পক্ষ আজ থেকে আগামী ১০ই সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো ধরনের সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না, কোনো ধরনের উপঢৌকন বিলি-বণ্টন করতে পারবেন না, এমনকি আপ্যায়ন করানো, অর্থ সহযোগিতা করা কিংবা অনুরূপ কোনো কার্যক্রমে যুক্ত হতে পারবেন না। এ ধরনের কার্যক্রম সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে।'

এবিষয়ে ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেন, 'এটাতো কোন সেবামূলক কার্যক্রম না৷ আমাদের প্রচারণার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়েছে। আমরা সেটি আমাদের দল থেকে পরিষ্কার করে দেবো।'

এবিষয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, 'আমাদের কাছে এধরনের কোন সুস্পষ্ট অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমরা ঐ গ্রুপকে জানিয়ে দেবো যে আমাদের যে আচরণবিধি রয়েছে সেটার আওতায় এটিও পড়বে৷'