রাবি রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি শহীদ শরিফুজ্জামান নোমানী হত্যার প্রতিবাদ এবং খুনীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের এ সমাবেশ হয়। এর আগে জোহর নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কাজলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিনোদনপুর বাজারে এসে শেষ হয়। এসময় ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘বিচার বিচার চাই, নোমানী হত্যার বিচার চাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এ ক্যাম্পাসে হবে নাসহ বিভিন্ন স্লোগান দেয়। সমাবেমে রাবি শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ২০০৯ সালের ১৩ মার্চ নোমানীর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদেরকে নোমানী হত্যার পুরস্কার স্বরূপ তাদেরকে পরবর্তী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে দিয়ে পুরস্কৃত করা হয়। তাঁকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা দেখেছি নোমানী হত্যা মামলা আদালত খারিজ করে দিয়েছিল। প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে মামলা রিভিউ না করে তাহলে আমরা আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা মাঠে নামবো। বিশ্ববিদ্যালয়ের শাখা শিবির সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিশ্চিহ্ন করার নীল নকশা তৈরি করে। এরে ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা শিবির সেক্রেটারি নোমানীকে হত্যা করা হয়।