আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর প্রোগ্রামিং টিম ডি.ইউ.ডব্লিউ.পি আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫-এ অংশগ্রহণ করে ফিমেল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এটি তাদের টানা দ্বিতীয়বারের মতো আইসিপিসির আঞ্চলিক পর্বে অংশগ্রহণ।

এর আগে দলটি আইসিপিসি প্রিলিমিনারি কনটেস্ট-এ অংশ নেয়। সেখানে তারা ফিমেল স্লট অর্জন করে আঞ্চলিক পর্বে খেলার সুযোগ পায়। পরবর্তীতে গত শনিবার অনুষ্ঠিত আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫-এ অংশ নিয়ে দলটি বেস্ট ফিমেল টিমের খেতাব অর্জন করে।

বিজয়ী দল আইআইইউসি-এর ভিসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে।

ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল আজাদী আরও বলেন, প্রোগ্রামিং টিমগুলোর জন্য প্রয়োজনীয় একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা, কোচিং সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) বিশ্বের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রোগ্রামিং প্রতিযোগিতা। বিভিন্ন অঞ্চলে এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে আয়োজিত আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এতে অংশগ্রহণকারী দলগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে জটিল অ্যালগরিদমিক সমস্যার সমাধানের মাধ্যমে তাদের বিশ্লেষণী দক্ষতা, চিন্তাশক্তি ও দলগত সক্ষমতা প্রদর্শন করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সাফল্যের পেছনে আইআইইউসি কম্পিটিটিভ প্রোগ্রামিং সোসাইটি-এর ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম, নিয়মিত অনুশীলন এবং সাংগঠনিক সহায়তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রেসবিজ্ঞপ্তি।