স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে আইসিটি, ইংরেজি ও একাধিক ভাষায় প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি এআই, ডেটা সায়েন্স, ফ্রিল্যান্সিং, সাইবার সিকিউরিটি ল্যাব ও মাল্টি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত্রণে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করতে সিলেবাস সংস্কার, পরীক্ষা পদ্ধতির উন্নয়ন ও ক্যারিয়ার ক্লাব গঠনের পদক্ষেপ নিয়েছে। প্রথম পর্যায়ে ৫০ হাজার ছাত্রীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয়া হবে, পরে যুক্ত হবে ছাত্ররা। ২০২৬ সালের মধ্যে সেশনজট ৭০-৮০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সারাদেশের ৯০০-এর বেশি কলেজ ভার্চুয়ালি যুক্ত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ নতুন প্রজন্মকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনায় দেশগঠনে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সাইবার নিরাপত্তায় সতর্ক থাকার পরামর্শ দেন। ইউনিসেফ প্রতিনিধি মিসেস রানা ফ্লাওয়ার্স তরুণদের কর্মক্ষেত্রের সুযোগ বাড়াতে বৈশ্বিক কর্মসূচি জেনারেশন আনলিমিটেড–এর অংশ হিসেবে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহিদ শিক্ষার্থীদের পরিবারকে অনুদান, আহত ও শহিদদের স্বজনদের বিনা বেতনে পড়াশুনার সুযোগ ও বৃত্তি প্রদানের বিষয়টিও তুলে ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি।

ওরিয়েন্টেশন শেষে ইউজিসি চেয়ারম্যান ও ভিসি যৌথভাবে সাইবার সেফটি গেমস উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রো-ভিসি প্রফেসর মোঃ লুৎফর রহমান, প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।