জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। গত সোমবার ঢাকার শেরাটন হোটেলে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU)স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে শেরাটন ও ওয়েস্টিন হোটেল ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ ছাড়া শিক্ষার্থীদের ক্যারিয়ার সমৃদ্ধ হবে না। দেশে-বিদেশে ট্যুরিজম ও হসপিটালিটি খাতে চাহিদা বাড়ছে। প্রশিক্ষণ পেলে আমাদের শিক্ষার্থীরা কেবল বৈশ্বিক চাকরির বাজারেই নয়, উদ্যোক্তা হিসেবেও সফল হতে পারবে।”
বিশেষ অতিথি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, “অর্থনীতিকে এগিয়ে নিতে দক্ষ জনশক্তি অপরিহার্য। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানে আমরা সব ধরনের সহযোগিতা করবো।”
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুদ্দারদা, জনসংযোগ দপ্তরের মিডিয়া অ্যাডভাইজার গৌতম বড়ুয়া, ইন্টারন্যাশনাল ডেস্কের ভারপ্রাপ্ত পরিচালক রাজ বিন কাসেম, একাডেমিক কমিটির চেয়ারম্যান শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলামসহ শেরাটন ও ওয়েস্টিনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।