বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আজ বুধবার (২৭ আগস্ট) রাজধানীতে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করতে যাচ্ছেন। সকাল ১০টা থেকে শাহবাগ মোড়ে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে শাহবাগে এক ঘোষণার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু। তিনি জানান, শাহবাগে জমায়েত থেকে এ কর্মসূচি শুরু হবে এবং সারা দেশের সব প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থীদের তিনটি মূল দাবি হলো—

১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে নিয়োগে অবশ্যই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা হতে হবে বিএসসি ডিগ্রি। কোটার মাধ্যমে বা অন্য নামে সমমানের কোনো পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী) নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত রাখতে হবে।

৩. প্রকৌশলী উপাধির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। বিএসসি ডিগ্রিধারী নন এমন কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ায় আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন হত্যার হুমকির প্রতিবাদে এবং উল্লিখিত দাবিগুলো বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেন। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কে।