রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বুধবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধ্যাদেশ প্রকাশের দাবিতে বিক্ষোভ করেন।
দেখা যায়, ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা নীলক্ষেত হয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা স্লোগান দেন— “শিক্ষা সিন্ডিকেট নিপাত যাক, ডিসিইউ মুক্তি পাক”, “অধ্যাদেশ জারি করো, ঢাকেবি চূড়ান্ত করো” ইত্যাদি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। শিক্ষার্থীরা জানিয়েছেন, কিছু সময় অবস্থান কর্মসূচি শেষে তারা ক্যাম্পাসে ফিরে যাবেন।
ইডেন মহিলা কলেজের এক ছাত্রী বলেন, “সরকার আমাদের অনেক দাবি পূরণ করেছে। এখন আমরা আশা করছি অধ্যাদেশ জারি করে পূর্ণাঙ্গ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মাধ্যমে বাকি দাবি মেনে নেবে।”
ঢাকা কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে অধ্যাদেশ প্রকাশের নির্দিষ্ট সময়সূচি দেওয়া হয়নি এবং বর্তমান শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষা কার্যক্রম নিয়েও কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।”
সরকারি বাংলা কলেজের এক ছাত্র বলেন, “ঢাবি অধিভুক্তির পর থেকে সেশনজট, ফল প্রকাশে বিলম্ব ও প্রশাসনিক জটিলতায় আমরা ভুগেছি। নতুন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই অবিচারের অবসান ঘটাতে হবে এবং রানিং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্নের নিশ্চয়তা দিতে হবে।”
এর আগে, সাত কলেজ শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে ৫ আগস্টের মধ্যে অধ্যাদেশ প্রকাশের দাবি জানিয়েছিলেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি জানিয়েছে, সেপ্টেম্বরে অধ্যাদেশ প্রকাশের পরিকল্পনা রয়েছে, যা শিক্ষার্থীদের হতাশ করেছে।
প্রসঙ্গত, গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় নতুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে। তবে অধ্যাদেশ প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি।