ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে ডাকসু নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে ডাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ), অধ্যাপক ড. গোলাম রব্বানী (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ), অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম (উন্নয়ন অধ্যয়ন বিভাগ), অধ্যাপক ড. নাসরিন সুলতানা (স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট), অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ), অধ্যাপক ড. এস এম শামীম রেজা (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), অধ্যাপক ড. তারিক মনজুর (বাংলা বিভাগ) এবং সহযোগী অধ্যাপক শারমীন কবীর (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)।
ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ৩০ জুলাই (বুধবার) খসড়া ভোটার তালিকা প্রকাশ খসড়া তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১২ আগস্ট, যা চলবে ১৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ১৯ আগস্ট বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
২০ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট দুপুর ১টায় প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা চাইলে ২৫ আগস্ট দুপুর ১টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা ২৬ আগস্ট বিকেল ৪টায় প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে শুরু হবে ভোট গণনা এবং একই দিন ফলাফলও ঘোষণা করা হবে।
হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রে এবং ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষে বলে জানান নিবার্চন কমিশন প্রধান।
অধ্যাপক জসিম উদ্দিন বলেন , একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি সুন্দর একটি নির্বাচন আমরা উপহার দিতে পারব।
তফসিল ঘোষণার পরপরই ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে। সিনেট ভবনের সামনে অসংখ্য শিক্ষার্থীরা জড়ো হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করেন।
মিছিলে শিক্ষার্থীরা ‘ককটেল না ডাকসু? ডাকসু ডাকসু!’, ‘দালালি না ডাকসু? ডাকসু ডাকসু’, ‘জিয়া হল কী চায়? ডাকসু ডাকসু’, ‘এফ আর হল কী চায়? ডাকসু ডাকসু’, ‘শামসুন্নাহার হল কী চায়? ডাকসু ডাকসু’Ñ এমন নানা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন সিনেট ভবন এলাকা।
একাধিক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, অবশেষে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এটি আমাদের বহুদিনের দাবি। ডাকসু নির্বাচন হলে শিক্ষার্থীদের নিজস্ব নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে এবং লেজুড়বৃত্তিক রাজনীতি থেকে মুক্তি মিলবে।
এর আগে সর্বশেষ ২০১৯ সালের ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হয়েছিল। তখন দীর্ঘ ২৮ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছিলেন নুরুল হক নুর। সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছিলেন সাদ্দাম হোসেন।