পাটকেলঘাটা (সাতক্ষীরা) সংবাদদাতা: তালা উপজেলার ঘোনা গ্রামে রহিমা খাতুন বালিকা মাদরাসার উদ্বোধন মাস্টার লুৎফর রহমান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি নুরুল আমিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাক্তার মাহমুদুল হক, হযরত মাওলানা মুফতি ইমদাদুল্লাহ কাসেমী, হাফেজ মাওলানা ইয়াসিন, মুফতি আবু সাঈদ, ইমাম তাওহীদুর রহমান, মাস্টার আব্দুল মালেক, ইউপি সদস্য এজাহার আলী প্রমুখ ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, নারী শিক্ষায় মা-বোনদের এগিয়ে আসতে হবে। দেশ ও জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। মহিলারা ইসলামী শিক্ষায় শিক্ষিত না হলে সমাজ ও রাষ্ট্রের কোন পরিবর্তন হবে না । কোরআন হাদিসের শিক্ষার মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রে মহিলাদের ব্যাপক ভূমিকা রাখতে হবে সেই উদ্দেশ্যেই রহিমা খাতুন বালিকা মাদরাসা প্রতিষ্ঠিত । এই মাদরাসায় সকল শিক্ষক মহিলা দ্বারা পরিচালিত হবেন। পাঠ দানে কোন পুরুষ শিক্ষক থাকবেন না। নারীদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।