স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

দেশের সবচেয়ে বড় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় (জাতীয় বিশ্ববিদ্যালয়) অধিভুক্ত ২২৫৭টি কলেজে অধ্যয়নরত ৩৫ লাখের বেশি শিক্ষার্থীকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ সার্বিক সহায়তা করবে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যুগোপযোগী আইসিটি ও ইংরেজি কোর্স, দ্রুত পরীক্ষার ফল প্রকাশের স্বয়ংক্রিয় পদ্ধতি ও অন্যান্য প্রযুক্তিগত উদ্যোগে মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

শুক্রবার গাজীপুরের মাওনায় অনুষ্ঠিত “জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের জন্য অনলাইন প্রশিক্ষণ কনটেন্ট উন্নয়ন বিষয়ক তিন দিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফের চিফ অফ এডুকেশন দীপা শংকর।

কর্মশালায় অনলাইন প্রশিক্ষণ ডিজাইন ও স্ক্রিপ্ট রাইটিং, প্রশিক্ষণ স্ক্রিপ্ট ও কনটেন্ট ভ্যালিডেশন এবং অনলাইন প্রশিক্ষণের চূড়ান্তকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের আইসিটি শিক্ষক, শিক্ষক প্রশিক্ষক, অনলাইন প্রশিক্ষণ ডিজাইন ও কনটেন্ট ডেভেলপমেন্ট এক্সপার্ট এবং ইউনিসেফ বাংলাদেশ, এটুআই প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “আইসিটি শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে দক্ষতা অর্জন করবে। সরকারের এটুআই ও ইউনিসেফের সহায়তায় এখন পর্যন্ত অর্জিত ফল ইতিবাচক, এবং খুব শিগগিরই শিক্ষাক্রম চালু করা সম্ভব হবে।