শিক্ষাঙ্গন
জাবিতে পোষ্য কোটা বাতিল
মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের যৌক্তিক সংস্কারের আশ্বাস দেয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। সেই আশ্বাসের ভিত্তিতে অনশন কর্মসূচি থেকে সরে আসে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তিতে পোষ্য কোটা বাতিল করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ ঘোষণা দেন। কিছুক্ষণ আগে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের যৌক্তিক সংস্কারের আশ্বাস দেয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। সেই আশ্বাসের ভিত্তিতে অনশন কর্মসূচি থেকে সরে আসে আন্দোলনরত শিক্ষার্থীরা।
তবে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে আসেন এবং সেখানে তালা ঝুলিয়ে দেন।
এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। পরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। কয়েকদিন টানা আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেয়।