গাভীর ওলানপ্রদাহ রোগের টেকসই ব্যবস্থাপনা ও বিকল্প চিকিৎসা উদ্ভাবনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের গাইনিকোলজি, অবস্টেট্রিক্স অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগ আয়োজিত এ কর্মশালাটি উচ্চশিক্ষা অধিদপ্তরের হাই-এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্ট প্রকল্প (হেকেপ) এর অর্থায়নে মলিকুলার ডায়াগনস্টিক কিট ও প্রোবায়োটিক থেরাপি উদ্ভাবন উপ-প্রকল্পের উদ্বোধন হিসেবে অনুষ্ঠিত হয়।উপ-প্রকল্প ব্যবস্থাপক সহযোগী অধ্যাপক ড. মোঃ নাজমুল হকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোঃ মোজাহার আলী (এটিএফ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট), বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। কর্মশালায় বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ মোশারফ উদ্দিন ভূঁইয়া এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. এম. এ. এম. জুনায়েদ সিদ্দিকী।