শিক্ষাঙ্গন
গোবিন্দগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনার বাংলা স্কুল এন্ড কলেজের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান স্কুল মিলনায়তনে শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। সোনার বাংলা স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মোঃ শওকত জ্জামান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা
Printed Edition
গোবিন্দগঞ্জ ( গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনার বাংলা স্কুল এন্ড কলেজের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান স্কুল মিলনায়তনে শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। সোনার বাংলা স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মোঃ শওকত জ্জামান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের উপদেষ্টা ও গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মশিউর রহমান, সোনার বাংলা স্কুল এন্ড কলেজের অন্যতম পরিচালক শাহারুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রমুখ। প্রধান অতিথি বলেন, সোনার বাংলা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে। প্রতিষ্ঠানের সাফল্যের এ ধারা অব্যাহত রেখে আরো এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষকদের প্রশংসা করে বলেন, শিক্ষকদের পরিশ্রমের ফলেই শিক্ষার্থীরা ভালো করেছে। তিনি এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান। উল্লেখ্য গোবিন্দগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৪ জন ট্যালেন্টপুলে ও ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।