স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস পরীক্ষার ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালীন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজে প্রকাশ্যে নকলের অভিযোগে পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে কর্তৃপক্ষ। গণমাধ্যমে খবর প্রকাশের পর বাউবি তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ নেয়।
বাউবির ঠাকুরগাঁও উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম-পরিচালক ড. মোঃ আসাদুল ইসলামকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বাতিলকৃত কেন্দ্রের পরিবর্তে পীরগঞ্জ সরকারি কলেজকে নতুন কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়। এ ঘটনায় স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আব্দুল মজিদ মন্ডলের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভিসি অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম বলেন, পরীক্ষায় অসদুপায় কোনোভাবেই প্রশ্রয়যোগ্য নয়, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।