দীর্ঘ সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই ভোট। ইতোমধ্যেই ক্যাম্পাসজুড়ে বইছে নির্বাচনী উচ্ছ্বাস—আবাসিক হল, টিএসসি, ক্যাফেটেরিয়া কিংবা একাডেমিক ভবন—সবখানেই এখন ভোট ও প্রার্থীদের আলোচনা মুখ্য বিষয়।
সম্প্রতি নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। শিক্ষার্থীরা নিজের নাম যাচাই করছেন, পরিচয়পত্র ঠিক আছে কিনা তা মিলিয়ে দেখছেন। অন্যদিকে প্রার্থীরা সমর্থন আদায়ে শুরু করেছেন জোর প্রচারণা।
তবে এবারের ডাকসু নির্বাচনের একটি উল্লেখযোগ্য দিক হলো—নারী প্রার্থীদের সক্রিয় উপস্থিতি। দলীয় এবং স্বতন্ত্র উভয়ভাবেই নারী শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেন্দ্রীয় সংসদে, কেউ বা হল সংসদে প্রার্থী হচ্ছেন।
কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, সাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে একাধিক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুধু তাই নয়, হল সংসদের সাধারণ সম্পাদক পদেও এবার একাধিক নারী প্রার্থী সরাসরি লড়াইয়ে রয়েছেন।
নারী প্রার্থীরা বলছেন, তারা নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার, আবাসন সংকট দূরীকরণ এবং সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে সমান অংশগ্রহণ নিশ্চিত করাই হবে তাদের অগ্রাধিকার।
কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন উমামা ফাতেমা, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ইয়াসমিন মিতু, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন শামসুন্নাহার হলে ভিপি পদে লড়বেন বলে জানান তিনি। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নওরীন সুলতানা তমা কেন্দ্রীয় সংসদে লড়বেন, আর একই বিভাগের শিক্ষার্থী মাইশা মালিহা প্রতিদ্বন্দ্বিতা করবেন কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি পদে।গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহফুজা নাওয়ার নওরিনও কেন্দ্রীয় সংসদে প্রার্থী হয়েছেন। শামসুন্নাহার হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সামিয়া মাসুদ মমো, সাহিত্য সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ইসরাত জাহান সুমনা।
একই হল থেকে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসরাত জাহান ইমু। পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থী রাহানুমা আহমেদ নিরেটও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে নির্বাচন করবেন বাংলা বিভাগের শিক্ষার্থী তাহমিনা তামান্না।এছাড়া সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মল্লিকা উমাও শামসুন্নাহার হল সংসদে নির্বাচন করবেন।
কবি সুফিয়া কামাল হল সংসদে সংস্কৃত বিভাগের শিক্ষার্থী শিমু আক্তার প্রার্থী হয়েছেন, আর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রওনক জাহানও নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন।
এছাড়া ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা কেন্দ্রীয় সংসদে নির্বাচনের কথা জানান। একই সংগঠনের সুফিয়া কামাল হলের সদস্য সচিব তাসনিয়া চৌধুরী জান্নাত হল সংসদ ও ছাত্রদলের কর্মী নিশি আক্তার কেন্দ্রীয় সংসদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
আগামী কয়েক সপ্তাহে প্রচারণা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষার্থীরা আশা করছেন, এবারের ডাকসু নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর—যেখানে নারী ও পুরুষ উভয়েই সমান সুযোগে নেতৃত্ব প্রদানের সুযোগ পাবেন।