স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’। বুধবার (১৬ জুলাই ২০২৫) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশেষ এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক মোঃ লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা শহিদ আবু সাঈদসহ জুলাই-আগস্ট অভ্যুত্থানের সকল শহিদের আত্মত্যাগকে দেশের ইতিহাসে অনন্য বলে উল্লেখ করেন এবং মুক্তচিন্তা, ন্যায়বিচার ও প্রগতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁদের ত্যাগ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মত দেন।

দিবসটি উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর প্রধান ক্যাম্পাস, ধানমন্ডির নগর কার্যালয় এবং আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়। একইসাথে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহেও যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত হয়।