ধানমন্ডির মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদরাসার উদ্যোগে গত রোববার অনুষ্ঠিত ইসলামী মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম, প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন মুফতী কাজী ইব্রাহিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সৎ নাগরিক তৈরির জন্য ইসলামি শিক্ষার বিকল্প নেই। মাদরাসার ভূমিকা এ ক্ষেত্রে অপরিসীম।
প্রধান বক্তা বলেন, মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদরাসা কুরআনের শিক্ষা বিতরণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। মৌলিক শিক্ষার উৎস আল কুরআন। পরিকল্পিত ও আধুনিক উপায়ে এখানে শিক্ষা প্রদান করা হবে। মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার সেক্রেটারী ড. মোস্তাফিজুর রহমান খান। প্রেসবিজ্ঞপ্তি।