সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম এর নির্দেশনায় গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের মসজিদে বাদ আসর সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, বিশবিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ ও রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন। উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. রফিক আল মামুন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, উপ রেজিস্ট্রার ফাহাদ আহমেদ মোমতাজি, উপ-পরিচালক জিয়াউর রহমান প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন দেশপ্রেমিক নেত্রী, জাতীয় ঐক্যের প্রতীক, নব্বইয়ের স্বৈরাচার বিরুধী আন্দোলনসহ দেশের ক্রান্তিলগ্নে যেকোনো প্রয়োজনে জাতির কঠিন মুহুর্তে সঠিক নেতৃত্ব দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ সময় চেয়ারপার্সন এর দায়িত্ব পালন করে আসছেন তিনি। সফল প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের আপামর জনতাকে সাথে নিয়ে চারদলীয়জোট, বিশ দলীয় জোটসহ সরকারি ও বিরুধীদলে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। শত জুলুম নির্যাতন সত্ত্বেও দেশ ছেড়ে কোথাও যাননি। দেশের মানুষের সাথেই ছিলেন।

দীর্ঘদিন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন তিনি। দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি গণতন্ত্রের পক্ষে অটল ছিলেন। বর্তমান বাংলাদেশর রাজনৈতিক এই কঠিন মূহুর্তে বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই জরুরি। আলোচনা শেষে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইমাম হাফেজ মোয়াজ্জেম হোসেন। প্রেসবিজ্ঞপ্তি।