৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কিছু বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশ সরকারী কর্মকমিশনের নজরে এসেছে।

সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়েছে কতিপয় প্রার্থী সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে, তাদের “মনে হচ্ছে ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন ইতোমধ্যে ফাঁস হয়ে গেছে। এ প্রশ্ন বিজি প্রেস থেকে ছাপানো সেই প্রশ্ন... ইত্যাদি ইত্যাদি। তারা নাকি আরো দাবি করেছে যে তাদের সাথে প্রশ্নকারকদের যোগাযোগ হয়েছে, যারা তাদেরকে নিশ্চিত করেছে যে, ৫ আগস্ট এর পর তারা পিএসসিকে কোন প্রশ্ন সেট করে দেয়নি। এ বিষয়ে বাংলাদেশ সরকারী কর্মকমিশন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, এরূপ মনগড়া, অনুমান ও ধারণাভিত্তিক তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের মিথ্যা তথ্য অসৎ উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এ ধরনের অনুমান নির্ভর ও অসত্য তথ্য দ্বারা বিসিএস পরীক্ষার্থীগণসহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হবার জন্য অনুরোধ করা যাচ্ছে।

কোন বিসিএস পরীক্ষার্থী কর্তৃক প্রশ্নকারকদের সাথে যোগাযোগ থাকার কথিত বিষয়টি বাংলাদেশ সরকারী কর্মকমিশন খুবই অনভিপ্রেত একটি ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। কোন বিসিএস পরীক্ষার্থীর এরূপ তৎপরতা অনৈতিক ও অপরাধমূলক এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এরূপ তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছে। এ ছাড়া সংবাদ মাধ্যমগুলোর প্রতি অনুরোধ তারা যেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সাথে তথ্যের সঠিকতা যাচাই না করে বিসিএস পরীক্ষা ও প্রশ্নপত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কোন সংবাদ প্রকাশ ও প্রচার না করে। প্রেস বিজ্ঞপ্তি।