জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি। তিনি এমন এক নেতা, যিনি দেশের মানুষকে স্বাধীনভাবে কথা বলা ও রাজনীতি করার অধিকার দিয়েছিলেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জিয়া পরিষদ, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. ফকির রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ শিশিম, গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ ইয়াকুব মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আমানুল্লাহ বলেন, জিয়াউর রহমান এমন এক রাষ্ট্রনায়ক, যিনি স্বাধীন দেশের প্রশাসন, রাজনীতি ও সামরিক কাঠামোর মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশে উৎপাদনমুখী রাজনীতি ও বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করেন, যা আমাদের আত্মপরিচয়ের শক্তি দিয়েছে।

অনুষ্ঠানে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদ জিয়াউর রহমানের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।