বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসের শহীদ মিনার এবং জিরো পয়েন্টে ‘শহীদ মীর মুগ্ধ ওয়াটার কর্নার’ স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শহীদ মিনার প্রাঙ্গণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী ওয়াটার কর্নার উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সুপেয় পানি পেতে শিক্ষার্থীদের নিয়মিতই বেগ পেতে হয়। শিক্ষার্থীদের এই কষ্ট লাঘবে, সুপেয় পানির সহজলভ্যতার জন্য আমরা শহীদ মিনার এবং জিরো পয়েন্টে ২ টি ওয়াটার কর্নার স্থাপন করেছি। আশা করি, শিক্ষার্থীরা এর দ্বারা উপকৃত হবেন।

তিনি আরও বলেন, জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পানি বিতরণ করা অবস্থায় শহীদ হোন মীর মুগ্ধ। আমরা তার এই ত্যাগকে স্মরণে রেখে দুটি ওয়াটার কর্নারকে ‘শহীদ মীর মুগ্ধ ওয়াটার কর্নার-১ ও ২’ নামে নামকরণ করেছি। এ সময় বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, অর্থ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব, প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, দাওয়াহ সম্পাদক হাবিব উল্যাহ, ক্রীড়া সম্পাদক সাদরুজ্জামান মুজাহিদ এবং অন্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।