খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

আলোচনা সভায় উপ-উপাচার্য বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, করুণা ও শান্তির উজ্জ্বল দৃষ্টান্ত। নবীজীর চরিত্রকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে পারলেই আমরা প্রকৃত অর্থে শিক্ষিত, নৈতিক ও সৎ মানুষ হয়ে উঠতে পারব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচিত তাঁর আদর্শকে অনুসরণ করে জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নিজেদের জীবন গড়ে তোলা।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান। এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. খসরুল আলম, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মো. পারভেজ, অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী এবং আগত মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা এবং দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত কুরআন তেলাওয়াত, হামদ-নাত এবং নবীজী (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতাসহ মোট ১৬টি ইভেন্টে বিজয়ী ৪৮ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।