বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে শনিবার দুপুরে কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রেজিস্ট্রার প্রফেসর ডা. হাসিবুল হোসেনের সভাপতিত্বে এই সভায় বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন, ভিসি প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক, কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ্ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. নজিবর রহমান, আব্দুস সোবহান প্রমুখ। এসময় রামেবি’র সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।