বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামের ঐতিহ্যবাহী গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব পালিত হয়েছে। রোববার এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোতাকাব্বীর আহমেদ রাজু, মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাহেদ আলী, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ইকতেখারুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আখতার ও শতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোক্তাদির আহমেদ রাসেল। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও শহীদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ, বর্তমান শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও তিনজন শিক্ষককে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক সন্ধ্যা শেষে র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান উপলক্ষে সুদৃশ্য স্যুভেনীড় প্রকাশিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদে একটি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষে উপনীত হওয়া অনেক গৌরবের। শত বছর ধরে বিদ্যালয়টিতে হাজারো শিক্ষার্থীর পড়াশুনায় হাতেখড়ি হয়েছে। অসাধারণ ভূমিকার মাধ্যমে গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বাতিঘরে পরিণত হয়েছে। আর শিক্ষার্থীরা আলোর মশাল হয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।