DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

ডুয়েটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের অঙ্গীকারকে সামনে রেখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৫। শনিবার (৮ মার্চ) দিনব্যাপী আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

স্টাফ রিপোর্টার, গাজীপুর
ডুয়েট
ডুয়েটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন।

নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের অঙ্গীকারকে সামনে রেখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৫। শনিবার (৮ মার্চ) দিনব্যাপী আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের পত্নী আফরোজা বেগম। তিনি বলেন,

"নারীরা সমাজ ও সভ্যতার প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অবদান অনস্বীকার্য। কিন্তু দুঃখজনকভাবে, আজও নারীরা বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন। নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।"

বিশেষ অতিথি প্রো ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসারের পত্নী কানিজ ফাতেমা বাণী বলেন,

"নারী ছাড়া পরিবার ও সমাজ অচল। অথচ নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এখনো লড়াই করতে হচ্ছে। সমতার ভিত্তিতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি পুরুষের মানসিকতার ইতিবাচক পরিবর্তন ঘটানো জরুরি।"

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন,

"পুরুষ ও নারী পরস্পরের পরিপূরক। আমাদের বিশ্ববিদ্যালয় নারীদের জন্য একটি নিরাপদ ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, যা নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে আরও এগিয়ে যেতে সহায়তা করবে।"

প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন,

"নারী দিবস শুধু একদিনের আনুষ্ঠানিকতা নয়, এটি প্রতিদিন নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য আমাদের সচেতন থাকার অঙ্গীকার। আমাদের নারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ডুয়েটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং ভবিষ্যতে তারা আরও সাফল্য অর্জন করবেন বলে আমি বিশ্বাস করি।"

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উম্মে রায়হান, মাদাম কুরী হলের প্রভোস্ট অধ্যাপক ড. রুমা, রসায়ন বিভাগের অধ্যাপক ড. জিনিয়া নাসরিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব সুমাইয়া কাজরী এবং মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. রাবেয়া নাসরিন আখন্দ।

নারী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নারীদের বিশেষ অবদান ও সাফল্য তুলে ধরে সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত বক্তারা নারীদের জন্য আরও নিরাপদ ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন।

অনুষ্ঠানের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন সকল অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।