জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী প্রত্যাশা মজুমদার। পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় এক মেস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) মেস থেকে প্রত্যাশার মরদেহ উদ্ধার করেছেন সহপাঠীরা। পরে তাকে মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেয়েটির মেসের পাশের বিল্ডিংয়ে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের আরেক শিক্ষার্থী মারেফুল বলেন, একটা কাজে আমি নিচে নামছিলাম।

তখন দেখি মেয়েটিকে একটা ছেলে কোলে করে রিকশায় তুলছে। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেছে এমন জানতে পেরেছি। কীভাবে কেন কী হয়েছে সে বিষয়টি হয়তো কোলে করে রিকশায় তোলা লোকটি বলতে পারবেন।