ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার। আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এবারের ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা সৃষ্টি করেছে। দিন যত ঘনিয়ে আসছে, শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও আলোচনা ততই বেড়েই চলেছে, কারা হবে ডাকসুর নতুন নেতৃত্ব। তবে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওয়েবসাইটে ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করেছে। এখন চূড়ান্ত ভোটার তালিকা কেবল সংশ্লিষ্ট হল ও দফতরগুলোর জন্য উন্মুক্ত থাকবে। প্রশাসন জানিয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন এবং সাইবার বুলিং প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডাকসু নির্বাচন কমিশন বৃহস্পতিবার রাতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। এতে ৪৬২ জন প্রার্থী রয়েছেন, ৪০২ জন ছেলে ও ৬০ জন মেয়ে, যারা ২৮টি পদে লড়বেন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা মঙ্গলবার প্রকাশ করা হবে।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। সেই দিনই ফলাফল ঘোষণা করা হবে। এছাড়া এবারই প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আয়োজন করা হচ্ছে।