পূর্বধলা সংবাদদাতা : নেত্রকোণার পূর্বধলা উপজেলায়, সাংগঠনিক থানা শাখা উদ্যোগে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানে পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির। গত বৃহস্পতিবার সকালে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২০জন জিপিএ ৫ প্রাপ্ত ও ৫০জন সাধারন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্রশিবির, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি শরিফুল ইসলাম খালিদ। প্রধান আলোচক ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পূর্বধলা আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব মাছুম মোস্তফা, ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা: দেলোয়ার জাহান খান, পূর্বধলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিক্ষাবিদ জয়নাল আবেদিন।
মুরাদনগর (কুমিল্লা) : এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মুরাদনগর উপজেলা শাখা ইসলামী ছাত্রশিবির।
বুধবার (২০ আগস্ট) কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ হলরুমে ১৫৬ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোজাফফর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা শিবির সভাপতি সানাউল্লাহ রাসেল, মুরাদনগর উপজেলা থেকে জামায়াত এমপি প্রার্থী ইউসুফ সোহেল, মুরাদনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের সাবেক জিএস মহিউদ্দিন মুহাম্মদ ফারুক, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আমীর হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মনসুর মিয়া, শিক্ষাবীদ আক্তার হোসেন। ইমরান বিন কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা শিবির সভাপতি মাসুদ রানা।
সংবর্ধিত শিক্ষার্থীরা জানায়, তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও সমাজের উপকারে আসতে চায়।
অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন গোমতী সংগীত শিল্পী গোষ্ঠী।