ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ড. এ. এইচ. এম. ইয়াহইয়ার রহমান বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় সময় তিনি গাজীপুরের টঙ্গিস্থ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান বিভিন্ন সময়ে একাধারে আল-কুরআন ওয়া উলুমুল কুরআন ও উলূমুত তাওহীদ ওয়াদ দাওয়াহ বিভাগের সভাপতি, থিওলজি অনুষদের ডীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিন্ডিকেট সদস্য ছিলেন।
তিনি ১৯৯১ সালে আল কুরআন ওয়া উলুমুল কুরআন বিভাগে এডহক ভিত্তিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করে ২০০৯ সালে অবসর গ্রহণ করেন। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি থিওলজি অনুষদের একমাত্র পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি চার সন্তান রেখে যান।
ড. ইয়াহইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রীণ ফোরাম এবং আল-কুরআন বিভাগ।
শোক প্রকাশ করে বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দীন মিঝি বলেন, “ইয়াহিয়া স্যার শুধু আমার নয়, বরং অনুষদের ডিনেরও শিক্ষক ছিলেন। বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের অনুষদ ও বিভাগে তার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে বিভাগের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আল্লাহ স্যারকে জান্নাতবাসী করুন।”