বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ঈদ-উল-ফিতর ২০২৫ এর ছুটি শেষে রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স হলে এক “ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন, “ঈদের মতো উৎসবে আমরা যেমন ভ্রাতৃত্ব ও সৌহাদের চর্চা করি, ঠিক তেমনি আমাদের কর্মক্ষেত্রেও ঐক্যবদ্ধভাবে সুন্দর পরিবেশ গড়ে তোলার দায়িত্ব সবার। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সকলে মিলে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোঃ শামীম সকলকে ঈদ শুভেচ্ছা জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং প্রো- ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, পিএইচডি। অনুষ্ঠানটি পরিচালনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা শফিকুল আলম।

পুনর্মিলনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।