ভ্যাকসিনেশন কর্মসূচিকে কেন্দ্র করে অর্থ কেলেঙ্কারির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈকত ইসলাম হুমকির মুখে পড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। রোববার (২৭ এপ্রিল) শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কে তারা মানববন্ধন করেন।

সাংবাদিকদের এই মানববন্ধনে অংশ নেন ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি ও চাপ প্রয়োগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রতিবাদ সভা সঞ্চালনা করেন 'প্রথম আলো' পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

মানববন্ধনে বক্তৃতা দিতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম বলেন, সংবাদে কোনো ভুল থাকলে তার জন্য নিয়মতান্ত্রিক প্রতিবাদ করার সুযোগ রয়েছে। কিন্তু পেশিশক্তি প্রয়োগ করে সংবাদ সরিয়ে নেওয়ার চাপ এবং সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন শব্দ ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ছাত্রদলের প্রতি ভাষার পরিশুদ্ধি এবং দলীয় অপকর্মের সঠিক তদন্তের দাবি জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও বণিক বার্তার প্রতিনিধি মেহেদী মামুন বলেন, সাংবাদিকদের কলমের লড়াইয়ের বদলে এখন তাদের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে, যা দুঃখজনক। তিনি বলেন, সাংবাদিকদের ওপর ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।

‘সময়ের আলো’ পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয়ে সাব্বির আহমেদের ফোনে হুমকির বিষয় উল্লেখ করে সৈকত ইসলাম বলেন, সংবাদ প্রকাশের পর থেকেই তাকে ব্যক্তিগতভাবে চাপ প্রয়োগ ও ভয়ভীতি দেখানো হয়েছে। পাশাপাশি জাগোনিউজ২৪.কম থেকে প্রতিবেদন সরিয়ে নেওয়ায় তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন।

প্রকাশিত অনুসন্ধানী রিপোর্টে উল্লেখ করা হয়, ছাত্রদলের জাবি শাখার হেপাটাইটিস-বি টিকা কর্মসূচির আড়ালে ৩ কোটি ২০ লাখ টাকার বাজেট তৈরির অভিযোগ রয়েছে। এ নিয়ে দলীয় নেতাদের মধ্যে অর্থ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এবং শেষ মুহূর্তে টিকা কর্মসূচি স্থগিত করা হয়। এ ঘটনার প্রতিবাদে ছাত্রদলের একাংশ সংবাদ সম্মেলন করে দুর্নীতির তদন্ত ও দোষীদের বহিষ্কারের দাবি জানিয়েছে।

এদিকে সাংবাদিক সৈকত ইসলামের ওপর চাপ প্রয়োগ এবং রিপোর্ট সরিয়ে নেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। তারা অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।