সারা দেশের ১০৯০টি অনুদানপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির আওতায় আসছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই এই সংক্রান্ত সরকারি ঘোষণা আসবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, দেশে মোট ১,৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার মধ্যে ১,৩২৭টি মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন করেছিল। যাচাই-বাছাইয়ের পর ১,০৯০টি প্রতিষ্ঠানকে এই সুবিধার জন্য মনোনীত করা হয়েছে। বাকি ২৩৭টি মাদ্রাসা নির্ধারিত শর্ত পূরণ করতে না পারায় বাদ পড়েছে।

এমপিওভুক্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা আগামী দুই মাসের মধ্যে বেতন-ভাতা পেতে শুরু করতে পারেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, চলতি বছরের ২৬ জুন শিক্ষা মন্ত্রণালয় একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, যার ভিত্তিতে ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, "স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫" অনুসারে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী এই তালিকা তৈরি করা হয়েছে।