চট্টগ্রামের ফটিকছড়ির করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ, মারামারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে ২ জনকে ছাড়পত্র(টিসি) প্রদান, ৫ জনকে পরীক্ষায় অংশগ্রহণ সাপেক্ষে বরখাস্ত এবং ১৫ জনকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি স্কুলের প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণির ১৪ জন এবং নবম শ্রেণির ১৩ জন রয়েছে।
প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন সরকার বলেন, “সম্প্রতি বিদ্যালয়ে ঘটে যাওয়া মারামারি, শৃঙ্খলাভঙ্গ ও সহপাঠীদের জন্য অশান্ত পরিবেশ তৈরি করাসহ গুরুতর ঘটনার অভিযোগ উঠে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে। এসব অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় শিক্ষকদের একটি কমিটি পৃথকভাবে শাস্তির সুপারিশ করে। এতে ২২ জন ছাত্রের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির প্রদান করা হয়েছে।”
তিনি আরোও বলেন, “সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ব্যবস্থা ও অভিযোগের বিবরণ ইতোমধ্যে তাদের অভিভাবকদের লিখিতভাবে জানিয়ে দেয়া হয়েছে।”