ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন থেকে বিসিএস পরীক্ষার্থী শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস প্রদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে শাখা ছাত্রশিবির। একই সাথে বিজিএস পরীক্ষার্থীদের জন্যও অনুরুপ বাস সার্ভিসের দাবি জানায় তারা।
রবিবার (১২ অক্টোবর) শাখা প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে যৌথ বিবৃতিতে ইবি ছাত্রশিবির সভাপতি মু. মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাস সার্ভিস দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, " বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীবান্ধব এই উদ্যোগটি শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা মনে করি, এধরনের পৃষ্ঠপোষকতা শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সহায়ক ভূমিকা পালন করবে।"
একই সাথে তারা আগামী ১লা নভেম্বর অনুষ্ঠিতব্য বিজেএস পরীক্ষায় অংশগ্রহণকারী ইবিয়ান শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বাস সার্ভিস প্রদানের দাবী জানান। নেতৃবৃন্দ বলেন, "আমরা আশা করি, শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিবহন সহযোগিতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণার্থে আরো চমৎকার পদক্ষেপ গ্রহণ করবে।"
প্রসঙ্গত, গত শুক্রবার অনুষ্ঠিত ৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষায় ছাত্রশিবিরের আবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ছয়টি বাস প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে স্থান সংকুলান না হওয়ায় ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে আরো সাতটি বাস যুক্ত করা হয়।