রোভার স্কাউট প্রত্যেক তরুণদের আত্মনির্ভরশীল,কর্মঠ ও সাহসী হতে শেখায় ; তাঁদের শরীর, মন সুস্থ-সবল রাখতে সহয়োগিতা করে। নেতৃত্ব ও স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডে দক্ষতা অর্জনে রোভার স্কাউট বিশেষ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম।

গত সোমবার বিকেলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের অর্থায়নে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য দিনব্যাপী ৪০৬তম স্কাউটিং ওরিয়েন্টশেন কোর্স ও সনদ প্রদান অনুষ্ঠানে

প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের দুর্যোগের সময় সর্বাগ্রে এগিয়ে আসে এই স্কাউট সদস্যরা আমি মনে করি প্রত্যেক শিক্ষার্থীদের উচিত রোভার স্কাউট আন্দোলনে শামিল হওয়া। তাই আমি দেশের সকল মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে রোভার স্কাউট এর গতিশীলতা আরো বৃদ্ধি করার আহ্বান জানায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং উপস্থাপনা করেন রেজিস্ট্রার মো : আইউব হোসেন।

কোর্স লিডার হিসেবে ছিলেন,বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল এর সম্পাদক ও পরিচালক (মাধ্যমিক) মাউশি প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ. এস. এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন, অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর (কলা অনুষদের) ডিন প্রফেসর এ এইচ এম এ সালেক।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইআবি রোভার স্কাউট কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আশফাক আখতার, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো: রুমী কিসলু ও সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমানসহ ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ফাজিল কামিল মাদরাসার অধ্যক্ষ,শিক্ষক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার স্কাউট দলের সদস্যগণ। প্রেসবিজ্ঞপ্তি।