দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ টানা বর্ষণে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কৃষক পরিবারগুলো পড়েছে চরম বিপাকে। চারদিকে পানি জমে ধানক্ষেত ডুবে যাচ্ছে। সেই সাথে বাড়ছে শঙ্কা—কষ্ট করে ফলানো ফসল হয়তো রক্ষা করা যাবে না।

সোমবার (২৮ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, পান্ডারগাও, সুরমা,দোয়ারা সদরে এমন শ্রমিক সংকটের মধ্যে অনেক কৃষাণী সন্তান কোলে নিয়ে নামছেন খলায়। ৭ মাসের সন্তানকে আঁচলে বেঁধে বা কোলে নিয়ে তাঁরা শুকিয়ে নিচ্ছেন কাটা ধান।

পলিরচর গ্রামের কৃষাণী রংমালা বেগম (৩৫) বলেন, “বাড়িতে ছেলে রাখার কেউ নেই। আবার ধান না শুকাইলে পচে যাইব। তাই বাচ্চারে নিয়া খলায় আইছি। বৃষ্টি থামলে সাথে সাথে শুকানোর চেষ্টা করি।”

রংমালার মতো অনেক কৃষাণীই আজ ফসল রক্ষার যুদ্ধে সংগ্রামী হয়ে উঠেছেন।

স্থানীয় কৃষক আবুল হোসেন জানান, “এমন বৃষ্টিতে মেশিন ছাড়া ধান তোলা কষ্টকর। যদি সরকারি সাহায্যে কিছু মেশিন পাইতাম, তয় হয়তো কিছু ধান রক্ষা হইত।”

দোয়ারাবাজার উপজেলা কৃষি অফিস জানায়,কৃষকদের পাশে আমরা আছি,সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি। প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাসও দিয়েছেন তিনি।

প্রকৃতির বিপরীতে দাঁড়িয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে যারা খলায় দিন কাটাচ্ছেন, তাদের এই সাহস আর সংগ্রামই আজ দোয়ারাবাজারের আসল চিত্র।