মাহারাত মডেল মাদরাসা, উত্তরা, ঢাকায়, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক গতকাল শনিবার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম-সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞা এবং প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক। সভাপতিত্ব করেন, ড. মো. নূরুল্লাহ, চেয়ারম্যান, মাহারাত মডেল মাদরাসা পরিচালনা কমিটি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থা এমন একটি শিক্ষা ধারা যার মূল উদ্দেশ্য হলো একদল নৈতিক ও দক্ষ জাতি গঠন করা। আমাদের এই দেশে সে ধরণের মানুষের খুব অভাব। ফলে এ দেশে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, নারী নির্যাতন ইত্যাদি অপরাধ বিস্তৃতি লাভ করেছে। মাদরাসা শিক্ষা বিস্তারের মাধ্যমে নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি হলে দেশ থেকে এসব অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে। দেশ শান্তিময় ও কল্যাণকর রাষ্ট্রে রূপান্তর লাভ করবে।
প্রধান আলোচক বলেন, মাদরাসা শিক্ষার্থীদের চৌকস শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠার মত শিক্ষাক্রম রয়েছে। তারা বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হয়েছে। রাজনীতি, প্রশাসন, শিক্ষা, সমাজ ব্যবস্থা সব জায়গায় মাদরাসা শিক্ষার্থীদের নিজেদের অবস্থান তুলে ধরতে হবেন। তাই মাহারাত মাদরাসার শিক্ষার্থীদের অধিক দক্ষ ও মাহের হবার জন্য তিনি সকল শিক্ষার্থীদের আহবান জানান। শিক্ষকদের আন্তরিকভাবে মানুষ গঠনে নিবেদিত হতে তিনি অনুরোধ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকমণ্ডলী উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।