বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গাজীপুরের মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বাউবি পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। ভিসির পক্ষে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে ক্যাম্পাসে ব্যানার প্রদর্শন এবং প্রধান ফটকসহ বিভিন্ন অফিস ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজের পর মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এছাড়াও দেশজুড়ে অবস্থিত বাউবির সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে একযোগে জাতীয় পতাকা ও বাউবি পতাকা উত্তোলন করা হয়। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রধানগণ কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বা স্মারক ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোর মসজিদে যোহরের নামাজের পর বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।