মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) এবং পাকিস্তানের ইসলামাবাদভিত্তিক ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ (আইপিএস)-এর মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

উভয় প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক সহযোগিতা, গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এমআইইউ-এর সেন্টার ফর জেনারেল এডুকেশন (সিজিইডি)-এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব সেন্ট্রাল পাঞ্জাব (ইউসিপি) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত পাকিস্তান সফরকালে ৪ নভেম্বর এমআইইউ-এর পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

দেশে ফিরে বুধবার (১২ নভেম্বর ২০২৫) স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ড. আজাদ। এ সময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো. মাহবুব আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ এবং সিজিইডি-এর সহকারী অধ্যাপক ড. মোহিউদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় এমআইইউ এবং আইপিএস-এর মাঝে যৌথভাবে গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণ, সেমিনার ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। প্রেসবিজ্ঞপ্তি।