চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ সারা দেশের ন্যায় মাধ্যমিক স্কূল সার্টিফিকেট(এসএসসি) পরীক্ষা বৃহস্পতিবার ১০ এপ্রিল শুরু হয়েছে। চুয়াডাঙ্গায় প্রথম দিন শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা শেষ হয়েছে। কোন বহিস্কারের তথ্য পাওয়া যায়নি।
প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্রের,দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ পরীক্ষা অনুৃষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের শিক্ষা বিভাগের তথ্যমতে এসএসসিতে জেলায় ১৯ টি কেন্দ্রে ৮ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হয় ৮হাজার ৮৪৬ জন। এর মধ্যে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৩৩ জন। মাদরাসার দাখিল ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । এ বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৮৫ জন ,এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯৪৮ জন,অনুস্থিত সংখ্যা ছিল ৩৭ জন । এসএসসি ভোকেশনাল ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় । এ বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৪২৯ জন,এর মধ্যে ১ হাজার ৩১৪ জন পরীক্ষায় অংশ নেয়। ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ নিয়ে প্রথম দিন চুয়াডাঙ্গায় ১৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পাঁচবিবি (জয়পুরহাট) জয়পুরহাটের পাঁচবিবিতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ৫৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার উপজেলার ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবার উপজেলায় মোট ২ হাজার ৭৮৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে পাঁচবিবি নছির মন্ডল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫১০ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র- ৩০৯ জন, ছাত্রী- ২০১জন, অনুস্থিত ৬জন, লালবিহারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৩৫জন, ছাত্র- ২৩৩ জন, ছাত্রী- ৪০২জন, অনুপস্থিত ৫ জন, মহীপুর হাজী মহসিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৭০৩জন, ছাত্র- ৩৬৯ জন, ছাত্রী-৩৩৪জন, অনুপস্থিত ৪জন, মহব্বতপুর আমিনিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬৪০ জন, এতে ছাত্র ৩৪৩ জন, ছাত্রী ২৯৭ জন, অনুপস্থিত ৩৭ জন শিক্ষার্থী। পাঁচবিবি বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা বিএম ২৯৮জন। এতে ছাত্র- ২৩৫জন এবং ছাত্রী-৬৩। অনুপস্থিত পরীক্ষার্থী ৩ জন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বলেন, ১ম দিনের পরীক্ষায় কোন অসুদপায় অবলম্বন ছাড়াই ৫টি পরীক্ষা কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নাগরপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুরে ৬ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ২৭৩০ জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ৪৩ জন। বৃহস্পতিবার সকাল ১০ টা পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে, প্রথম দিনে জেনারেল ১৭৪৪ জনের মধ্যে ১৪ জন, দাখিল ৪৯২ জনের মধ্যে ২০ জন, ভোকেশনাল ৪৯৪ জনের মধ্যে ৯জন অনুপস্থিত রয়েছেন। উপজেলার ৬ টি কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদের কে বাহিরে অপেক্ষা করতে দেখা যায়।
পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান, সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নাদির আহম্মেদ ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান বলেন,পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা সকলকে জানিয়ে দেওয়া হয়েছে এবং অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে কেন্দ্রে পৌছাতে পারে সে জন্য যানজট নিরশনে নেয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থা। সেই সাথে কেন্দ্র গুলোতে রাখা হয়েছে কঠোর নজরদারি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষা গুলো সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হবে।
গাইবান্ধা : সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এ বছর গাইবান্ধার সাত উপজেলায় ৬৬টি কেন্দ্রে ৩২ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ২২১জন, এসএসসি (ভোক) ও দাখিল (ভোক) ১৫টি কেন্দ্রে ৩ হাজার ১জন এবং দাখিলে ১১টি কেন্দ্রে ৪ হাজার ৬১৫ জন।
এসএসসিতে গাইবান্ধা সদর উপজেলার মোট ৬টি কেন্দ্র থেকে ৪ হাজার ৭শত ৮৪ জন, সুন্দরগঞ্জ উপজেলার ৭টি কেন্দ্রে ৪ হাজার ৬৬৭ জন, সাদুল্যাপুরে ৫টি কেন্দ্রে ২ হাজার ৫৯৮ জন, গোবিন্দগঞ্জে ৯টি কেন্দ্রে ৫ হাজার ৮৭৭জন, সাঘাটায় ৫টি কেন্দ্রে ৩ হাজার ১ জন, পলাশবাড়ীতে ৫টি কেন্দ্রে ৩ হাজার ১৮৫ জন ও ফুলছড়িতে ৩টি কেন্দ্রে ১ হাজার ১০৯জন পরীক্ষায় অংশ নিয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, জেলার সব কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক পরীক্ষা নকলমুক্ত করতে কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করেন।
চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ১০৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪৮ জন। দাখিল পরীক্ষার প্রথম দিনে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয়নি ৪৭ শিক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ১১ জন। তবে প্রথম দিনে কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, এবারে এসএসসি ও সমমান পরীক্ষার ৭টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে উপজেলার ৩২টি উচ্চ বিদ্যালয় ও ২৭টি মাদরাসার ৪ হাজার ২শ ১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।এর মধ্যে এসএসসি পরীক্ষার ৪টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২৯৩৮ জন।দাখিল পরীক্ষার ২টি কেন্দ্রে পরীক্ষার্থী ৯৭২ জন।এসএসসি (ভোকেশনাল) ১টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩০১ জন। তবে প্রথম দিনের পরীক্ষায় এসএসসি’র ৪টি কেন্দ্রে মোট ২৫৫০ জনের মধ্যে উপস্থিত ছিল ২৫০২ জন।অনুপস্থিত ৪৮ জন।দাখিল পরীক্ষার প্রথম দিনে মোট ৯০৭ জনের মধ্যে উপস্থিত ৮৬০ জন।অনুপস্থিত ৪৭ জন।এছাড়াও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ২৬৮ জনের মধ্যে উপস্থিত ২৫৭ জন।অনুপস্থিত ১১ জন।
এদিকে, এই উপজেলার চারটি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা পার্শ্ববর্তী উপজেলার সীমান্ত ঘেষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। পাশাপাশি দেবিদ্বার উপজেলার দুইটি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সীমান্তবর্তী চান্দিনা উপজেলার কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন জানান, অনুপস্থিত ছিল ১০৬ জন পরীক্ষার্থী। আজকের পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।
গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার সময় দায়িত্বে গাফিলতির অভিযোগে চার শিক্ষককে পরীক্ষা হলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে মাওনা বাজার এলাকার মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভেন্যুতে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার মো. সজীব আহমেদ।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন—আবেদ আলী গার্লস স্কুলের শিক্ষক আরিফ উদ্দিন ও তাসফিয়া তানজুম, বারতোপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান এবং বলদীঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাহিদ হাসান। প্রথম তিনজন শিক্ষক পিয়ার আলী কলেজ ভেন্যুতে ও নাহিদ হাসান কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে ছিলেন। জানা গেছে, নৈবিত্তিক (সৃজনশীল) পরীক্ষা চলাকালে শিক্ষকরা পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন না করে নিজেদের মধ্যে আলাপচারিতায় মেতে ওঠেন। পরীক্ষার্থীরা শোরগোল করলেও তারা নির্লিপ্ত থাকেন। বিষয়টি তাৎক্ষণিক পরিদর্শনে থাকা ইউএনওর নজরে এলে তিনি ব্যবস্থা গ্রহণ করেন। মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান সিরাজ বলেন, “নৈবিত্তিক প্রশ্নের সময় শিক্ষার্থীরা একটু শব্দ করছিল। তখন ইউএনও স্যার পরীক্ষা কক্ষে প্রবেশ করে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেন। আমরা তাৎক্ষণিকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিই।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মো. সজীব আহমেদ বলেন, “উক্ত শিক্ষকরা দায়িত্বে অবহেলা করেছেন। তারা পরীক্ষাকক্ষে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। খাতা বিতরণ ও সংগ্রহেও ধীরগতিতে কাজ করছিলেন। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই তাদের সরিয়ে নতুন শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছি।” স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগ পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছেন অভিভাবকরা।
চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দায়িত্বের অবহেলার অভিযোগে কামিল মাদরাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মাওলানা আলাউদ্দীন ও হল সুপার মাওলানা হাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে চৌগাছা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রেজাউল ইসলামকে কেন্দ্র সচিব ও রঘুনাথপুর দাখিল মাদরাসার সুপার গোলাম মরতোজাকে হল সুপার নিয়োগ দেওয়া হয়েছে।
সারা দেশের ন্যায় যশোরের চৌগাছায় এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৫ শুরু হয়েছে। উপজেলার ২১ টি মাদরাসার শিক্ষার্থীরা কামিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহন করে। এ বছরে এই কেন্দ্রের সচিবের দায়িত্ব পান কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. আলাউদ্দীন এবং কেন্দ্র সুপারের দায়িত্ব পান ডিএমসি আলীম মাদরাসার অধ্যক্ষ মাও. হাফিজুর রহমান। কিন্তু যথাযথ নিয়ম মেনে সঠিক সময়ে প্রশ্ন সটিং করতে ব্যর্থ হন তারা।
জানা যায় দুই সেট প্রশ্নপত্রের এক সেট প্রশ্ন সটিং করেন কেন্দ্রের দায়িত্ব প্রাপ্তরা। ১০ এপ্রিল সকালে ‘যমুনা’ সেটে পরীক্ষা নেওয়ার নির্দেশনা পান কেন্দ্র সচিব। নির্দেশনার সাথে প্রশ্নের মিল না পাওয়ায় কতৃপক্ষকে বিষয়টি জানান তিনি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসার থানার লকারে গিয়ে দেখেন ‘যমুনা’ সেটের প্রশ্ন সটিংয়েই বাদ পড়েছে। তাৎক্ষনিক প্রশ্ন পত্র কেন্দ্রে পৌছে পরীক্ষার ব্যবস্থা করেন এই কর্মকর্তারা।
প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৮’শ ৪৩ জন। অনুপস্থিত ছিল ৫১ জন। অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ জন এবং ছাত্রী ২৬জন।
সরকারি শাহাদৎ পাইলট মডেল স্কুল কেন্দ্রে ৫’শ ৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১২ জন, ছারা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬’শ ৯৬ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১০ জন, কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪’শ ১১ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৮ জন, হাজী সর্দার মর্ত্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪’শ ১৫ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৯ জন, কামিল মাদরাসা কেন্দ্রে ৪’শ ২৭ জনের মথ্যে অনুপস্থিত ছিল ১৮ জন এবং ভাকেশনালে ৮২ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, কামিল মাদরাসা কেন্দ্রে অনাকাক্সিক্ষতভাবে প্রশ্ন সটিংয়ে ভুল হয়েছে। এছাড়া উপজেলার পরিবেশ খুব ভালো। আইনশৃঙ্খলা বাহিনী, কেন্দ্র সচিব, অভিভাবক প্রত্যেকেই পরীক্ষার ব্যাপারে খুবই আন্তরিক। খুব সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হচ্ছে।
ঝিনাইদহ : দেশে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
তাই এসএসসি/সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্কসহ বিভিন্ন সহায়তা কেন্দ্র নিয়ে পরীক্ষার্থীদের সাহায্য করতে দেখা গেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঝিনাইদহ শহর শাখাকে। এতে খুশি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিক্ষার্থীরা ।
বৃহস্পতিবার শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, ঝিনাইদহ শহর শিবির শাখার উদ্যোগে পানি, কলম, স্যালাইন, ফাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে পরিক্ষার্থীদের সহায়তা করছেন তারা। পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করতেও দেখা যায় তাদের। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিমও আছে তাদের সঙ্গে। একই সঙ্গে তথ্য সহায়তা কেন্দ্রের পেছনেই তাদের আছে অভিভাবকদের জন্য বসার জায়গা।
ঝিনাইদহ শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ঘুরে ঘুরে এই কাজের তত্ত্বাবধান করছেন।
এবিষয়ে ঝিনাইদহ শহর ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু বলেন এসএসসি/সমমানের পরীক্ষা যতোদিন চলমান থাকবে। তাদের জন্য আমাদের এই সেবা চলমান থাকবে।
বীরগঞ্জ : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ থেকে দুপুর ১ পর্যন্ত পৌর শহরের সরকারি বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও বীরগঞ্জ বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর উপস্থিত ছিলেন।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ উপজেলার চারটি কেন্দ্র ঘুরে পরীক্ষার হলে নিরবতা, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ সরেজমিন পর্যবেক্ষণ করেন। এসময় তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নজরদারি সহ পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে মাইকিং করে প্রচার করা হয়েছে।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) : সারা দেশের ন্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল (সকাল দশটায় উপজেলার ৪ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ৩ টি কেন্দ্রে এসসসি, ১ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় সর্বমোট ১হাজার ৮শত ২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।
উপজেলার পরীক্ষা কেদ্রগুলো হচ্ছে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪৪৭ জনের মধ্যে অনুপস্থিত ১৩ জন,বড়খাল উচ্চ স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ৫৬১ জনের মধ্যে অনুপস্থিত ১২জন, সমুজ আলী স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ৩১১ জনের মধ্যে অনুপস্থিত ৭জন এবং কলাউড়া দারুসসুন্নাত ফাজিল ডিগ্রী মাদরাসা কেন্দ্রে ৪৪৭ জনের মধ্যে অনুপস্থিত ১০জন বলে জানা গেছে। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রেগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি লক্ষ করা গেছে। পরীক্ষার্থীদের তল্লাসী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পুন্নের লক্ষে কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ করা গেছে।