বিজয় থেকে বিজয়ে, ৭১-২৪ স্লোগানকে ধারণ করে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মহানগর নাট্য সংসদের যৌথ আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সাংস্কৃতিক সংগঠন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সার্বিক সহযোগিতায় গতকাল বৃহষ্পতিবার বিকেলে, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় তিন দিনব্যাপী নাট্যউৎসব প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আবু সাদিক কায়েম।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল'র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিষদ সদস্য বিশিষ্ট শিল্প সমালোচক ও নাট্য নির্দেশক ডা. আবু হেনা আবিদ জাফর।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হুসনে মোবারকের উপস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি আল্লামা ইকবাল, স্বাগত বক্তব্য রাখেন ডাকসু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
প্রথম দিন তিনটি নাটক মঞ্চস্থ হয়েছে। সেন্টার ফর বাংলাদেশ থিয়েটার (সিবিটি) মঞ্চায়ন করে নাটক- মুক্তির আলো, রচনা ও নির্দেশনা এম এ হামিদ। মহানগর নাট্য সংসদের নাটক- রক্তাক্ত জুলাই, রচনা শফিকুল ইসলাম রুবেল, নির্দেশনা এবিএম নোমান। খন্ড নাটদলের নাটক ইন্দ্রপতন, মূল গল্প আশরাফ আলী থানুবী, রূপান্তর বাচ্ছাম আব্দুল্লাহ, নির্দেশনা করেন আব্দুল জাব্বার। নাট্যোৎসব ১২ ও ১৩ ডিসেম্বর শুক্র-শনিবার বিকেল ৩:৩০ থেকে, প্রবেশ ফি ছাড়াই নাটক উপভোগ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।