বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার কাজ করছে। এজন্য শিবির একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। তিনি বলেন, শিবির প্রচলিত রাজনীতির সাথে ১০ শতাংশ সময় ব্যয় করে না, বরং শিক্ষা প্রতিষ্ঠানে জাতির যোগ্য সন্তান শিক্ষার্থীদের গড়ে তুলছে। আমাদের নিয়ে অনেক মিথ্যা অপপ্রচার করা হয়। তবে আমরা চাঁদাবাজি সন্ত্রাস করিনা।
শিবির সভাপতি বলেন, শহীদ পরিবারের স্থায়ী সংস্কার ও পরিবর্তনের চাওয়াকে উপেক্ষাকরে রাজনীতিবীদরা অতিমাত্রায় ক্ষমতালোভী হয়েছেন। ছাত্র শিবির এটিকে সাপোর্ট করেনা। আমরা সচেতন ছাত্র সংগঠন হিসেবে নানা বিষয় পর্যবেক্ষণ করছি। শহীদ পরিবারের সাথে কথা বলে দেখেছি, গণহত্যার উল্লেখযোগ্য ও দৃশ্যমান বিচার দেখে তারাও দেশে নির্বাচন চায়। জাহিদুল ইসলাম বলেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন না চাওয়ার কারণ আমি দেখি না। জুলাই অভ্যূত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। গত ১৫ বছরের ফ্যাসিবাদের কাঠামো ভেঙ্গে জুলাই স্পিরিটকে ধারণ করে এক বছরে যে সংস্কার হওয়ার কথা ছিল, তা হয়নি। এখানে দুঃখজনক বিষয় হলো রাজনৈতিক দলের মধ্যেও সেই স্বদিচ্ছা, উদারতার ঘাটতি দেখা দিয়েছে। তিনি বলেন, ঐক্যমত কমিশনের রিপোর্টেও অনেকগুলো বক্তব্যে সেখানে আমরা খুব আশাহত হয়েছি যে, অনেক রাজনীতিবীদরা ফ্যাসিবাদের কাঠামোকে ভাঙ্গতে চাচ্ছে না। তারা নিজেদের মধ্যে ফ্যাসিবাদের চর্চা ও নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চান কিনা, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। জুলাই ঘোষণাপত্রে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু বাদ পড়েছে। অভূত্থানে যারা অবদান রেখেছে, বিদেশে অবস্থান করে রেমিটেন্স পাঠিয়েছে, অনলাইন অ্যাক্টিভিস্ট ছিল, প্রত্যেক অংশীজনদের নাম উল্লেখ করা হয়নি। জুলাই বিপ্লবের পথ ধরে আবু সাইদ যে ত্যাগ শিখিয়েছে তা আমাদের ধারন করতে হবে। আবু সাইদ এমন একটি দৃষ্টান্ত শিখিয়েছে, যা কেয়ামত পর্যন্ত মানুষ স্মরন রাখবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরশাসক নিজেকে টিকে থাকার জন্য শত শত আলেম সহ ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা এবং গুম করেছে। এতো ঝড়ার পরও আমাদের রাজনীতিবিদদের বোধ হয় শিক্ষা হয়নি। জাতি গঠনে আমাদের আরও কতর্ কত ত্যাগ করতে হবে ? ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী, কেন্দ্রীয় কার্যকরীপরিষদ সদস্য গোলাম জাকারিয়া, রংপুর মহানগর সেক্রেটারি আনিচুুর রহমান প্রমূখ।
উলিপুরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের আগামী দিনের জন্য যোগ্য হয়ে উঠতে হবে। তুমি কোন পরিবারে, কোন বংশে জন্ম নিয়েছ, তা বড় বিষয় না। তুমি কোথায় যেতে চাও, তা তোমাকেই ঠিক করতে হবে। এভাবে তোমার স্বপ্ন পূরণে করতে হবে। তাহলে তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।
শনিবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে ‘উলিপুর উন্নয়ন ফোরামথ আয়োজিত উপজেলার সকল স্কুল ও মাদরাসার কৃতি শিক্ষার্থী এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, রংপুরের আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ, বাংলাদেশে যোগ্য নেতৃত্ব ও দক্ষ মালির অভাবে চমৎকার বাগানগুলো ফুলে ফলে সুশোভিত হয় না। বিগত পনের বছরে যারা নেতৃত্ব দিয়েছে তারা যে পরিমাণ লুটপাট করেছে ও তাদের দ্বারা বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা দিয়ে চারটি বাজেট করা যাবে।
‘উলিপুর উন্নয়ন ফোরামথ এর চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী। অনুষ্ঠানে জেলা-উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার প্রায় চার হাজার কৃতী শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।