করোনা মহামারির পর বাংলাদেশের কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে আরও সহনশীল, মানবিক ও টেকসইভাবে পুনর্গঠনের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে আয়োজিত ‘করোনোত্তর বাংলাদেশের টেকসই কৃষি পুনরুদ্ধার: ফসল, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে সামাজিক অভিযোজন ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া’ শীর্ষক এ সেমিনার সোমবার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

গাকৃবির কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর এবং হিট প্রকল্পের উপ-ব্যবস্থাপক ড. শেখ শামীম হাসানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সেমিনারে গবেষণা, নীতিনির্ধারণ ও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার এক কার্যকর সমন্বয় তুলে ধরা হয়। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল করোনার অভিঘাতে ক্ষতিগ্রস্ত কৃষিভিত্তিক খাতসমূহকে ভবিষ্যতের যেকোনো সংকট মোকাবিলায় সক্ষম করে তুলতে একটি বিজ্ঞানভিত্তিক ও টেকসই পুনরুদ্ধার কাঠামো প্রণয়ন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর জেলার উপ-পরিচালক মোঃ মোশাররফ হোসেন। এতে যশোর অঞ্চলের কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, জেলা বীজ প্রত্যয়ন, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তাসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।