চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেয় প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়ান্স অব বাংলাদেশ ।

পেইজটির ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে জানানো হয়, আজ দেশের প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের প্রতিবাদে রাজপথে নেমে আসবে। ঢাকা ও ঢাকার বাইরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ চলবে।

কোথায় কখন বিক্ষোভ:

📍 ঢাকা:

রামপুরা ব্রিজ, বসুন্ধরা গেট, উত্তরা বিএনএস, আশুলিয়ার খাগান – দুপুর ১২টা

ব্র্যাক ও নর্দার্ন বিশ্ববিদ্যালয় – দুপুর ১২টা ৩০ মিনিট

আইইউবি, এনএসইউ – সকাল ১১টা ৩০ মিনিট

ড্যাফোডিল ইউনিভার্সিটি – দুপুর ১টা

মিরপুর-১০ মোড় – বিকাল ৪টা

সাউথইস্ট ও উত্তরা বিশ্ববিদ্যালয় – দুপুর ১টা

📍 ঢাকার বাইরে:

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার – সন্ধ্যা ৬টা

চট্টগ্রামের নিউমার্কেট চত্বর – বিকেল ৩টা

PUStAB-এর পক্ষ থেকে জানানো হয়, চলমান বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তা, সুষ্ঠু পরিবেশ ও চাঁদাবাজি বন্ধের দাবিতে এই কর্মসূচি পালিত হচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছে সংগঠনটি।

ছাত্ররা দেশব্যাপী সমন্বিতভাবে এই প্রতিবাদ জানিয়ে বলছে, আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে মাঠে নামিনি। এই আন্দোলন চাঁদাবাজির বিরুদ্ধে, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ঠেকাতে।