দেশের কৃষি ও প্রযুক্তি-প্রধান ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে আগত অটাম ২০২৫ সেশনের এমএস ও পিএইচডি প্রোগ্রামের নবীন গবেষকদের নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রাণবন্ত অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।

অনুষ্ঠানে ৬৬ জন এমএস ও ১০ জন পিএইচডি নবীন শিক্ষার্থী অংশ নেন। স্বাগত বক্তব্যে রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ মৃধা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও একাডেমিক পরিবেশ সম্পর্কে ধারণা দেন। প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ববোধ বিষয়ে দিকনির্দেশনা দেন, প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হাসান আবাসিক নীতিমালা উপস্থাপন করেন এবং গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দিন মিঞা উচ্চতর গবেষণার কাঠামো তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষা কেবল পাঠ নয়, এটি মনন, চরিত্র ও মানবতার বিকাশের পথ। নিষ্ঠা ও উদ্ভাবনের মাধ্যমে গবেষণাই কৃষি উন্নয়নের চালিকাশক্তি।

অরিয়েন্টেশনের শেষে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, গবেষণাগার ও সুবিধাসমূহ পরিদর্শন করেন। জ্ঞান, অনুপ্রেরণা ও দায়িত্ববোধে ভরপুর এ আয়োজনটি নবীন গবেষকদের মধ্যে টেকসই কৃষি উন্নয়নের প্রত্যয় জাগিয়ে তোলে।