জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. মিজানুর রহমান আজহারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি দাওয়াতি ও শিক্ষামূলক সেমিনারে অংশগ্রহণ করতে আগামী ১৪ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় ক্যাম্পাসে আসছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ তথ্য নিশ্চিত করেন সেমিনারের আয়োজক শিক্ষামূলক সংগঠন ‘পাঠশালা’-এর পৃষ্ঠপোষক ও শাখা শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ড. মিজানুর রহমান আজহারী।
আয়োজকরা জানান, আধুনিক সমাজব্যবস্থা, প্রযুক্তিনির্ভর জীবনধারা ও বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে একজন মুসলমানের আদর্শ জীবনযাপন কেমন হওয়া উচিত—এ বিষয়ে কুরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরবেন তিনি।
সেমিনারের সঞ্চালক শাফায়াত মীর জানান, অংশগ্রহণের জন্য আসনসংখ্যা সীমিত রাখা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের জন্য অনলাইনে গুগল ফরমের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং নির্ধারিত নিয়মে নিবন্ধনকারী শিক্ষার্থীরাই সেমিনারে অংশগ্রহণের সুযোগ পাবেন।
এই দাওয়াতি ও শিক্ষামূলক সেমিনারে অংশগ্রহণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অগ্রিম আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠন পাঠশালা।