ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় সাইন্সল্যাব অবরোধ করেছে।

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে সাইন্সল্যাব অবরোধ করেছে তারা। ঢাকা কলেজে ইন্টার মিডিয়েট বহাল রাখার দাবিতে তারা এ অবরোধ কর্মসূচি দিয়েছে বলে জানা গেছে।

ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবির জায়গাটা হচ্ছে ঢাকা কলেজের অস্তিত্ব। ঢাকা কলেজ যেভাবে আছে,কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। সে খসড়াটা (সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের) প্রকাশ হয়েছে সেটা আমরা দেখেছি, আমরা পর্যালোচনা করেছি। ঢাকা কলেজের ১৮৪ বছরের ইতিহাস।

সেই ইতিহাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাক্তিবর্গ আছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, এমনকি সুপ্রিমকোর্ট পর্যন্ত গিয়েছি, আইনজীবীদের সাথে কথা বলেছি। তারা বলেছে এই অধ্যাদেশে যদি বিশ্ববিদ্যালয় হয়, এখন ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট যেভাবে আছে হয়তো ৫ বছর, ১০ বছর সেটা থাকবে।

কিন্তু ভবিষ্যতে এই জিনিসটা থাকবে না। কিন্তু ঢাকা কলেজের ঐতিহ্য যেভাবে ইন্টার মিডিয়েট দিয়ে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত ইন্টারমিডিয়েট দিয়েই শেষ হবে।

তিনি আরও বলেন, 'আমাদের একটাই চাওয়ার জায়গা। একটা বলয় বলার চেষ্টা করতেছে এই ধরণের বিশ্ববিদ্যালয় মডেল দিয়ে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট বিলীন করে দেবার। আমরা সেটা ভাঙতে চাই।

আমরা ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট বিলীন হতে দিব না। আমাদের ইন্টারমিডিয়েটের অস্তিত্ব আছে, থাকবে। কিন্তু যারা এই মডেলের বিশ্ববিদ্যালয় চাইছে, তাদের জায়গা থেকে তারা চাইতেই পারেন। কিন্তু এই মডেলের বিশ্ববিদ্যালয়ের ঠিকানা ঢাকা কলেজে হবে না।