আওয়ামী দোসরদের অংশগ্রহণের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম সিনেট অধিবেশন। শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে অধিবেশনস্থল ত্যাগ করতে বাধ্য হন মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা, ইউআরপি বিভাগের অধ্যাপক শফিকুর রহমান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ।
শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে সিনেট অধিবেশন শুরুর আগ মূহুর্তে এই ঘটনা ঘটে।
অধিবেশনে অংশ নেওয়া দুই অধ্যাপকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ ছিল—তারা জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রলীগের সহিংস কর্মকাণ্ডের সমর্থক এবং বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ নিয়ে ‘আওয়ামী দোসর’ হিসেবে পরিচিত হয়েছেন।
এ সময় শিবির, ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের দৃশ্যমান উপস্থিতি থাকলেও বামপন্থী কোনো ছাত্র সংগঠনের অংশগ্রহণ লক্ষ্য করা যায়নি। উপস্থিত আন্দোলনকারীরা অধিবেশন শুরুর আগেই “আওয়ামীলীগের ঠিকানা, এই সিনেটে হবেনা”, “আওয়ামী দোসরদের পুনর্বাসন, চলবে না চলবে না” স্লোগান দিতে থাকেন। বাতাস ভারী হয়ে ওঠে আন্দোলনকারীদের ক্ষোভে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিছু সময় পর সংশ্লিষ্ট তিন শিক্ষক সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
উল্লেখ্য, এর আগের দিন (২৭ জুন) শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে সিনেট থেকে আওয়ামী দোসরদের বাদ দেওয়ার জোর দাবি জানিয়েছিলেন। তবে তা উপেক্ষা করে সিনেট অধিবেশনে তাদের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে।