সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এডিটেড ফটোকার্ড ব্যবহার করে গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০ টা ৪৬ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে 'আমার দেশ' পত্রিকার একটি এডিটেড ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়।

ফটোকার্ডটিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের ছবি ও ক্যাপশনে 'শেখ মুজিব সম্মানিত ব্যক্তি, তাঁর ছবি টাঙানোর বিধান থাকলে সমস্যা কী: পরোয়ার' লিখা। ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, 'ভেবেছিলাম ওনারা প্রস্তাব করবেন গোলাম আজমও সম্মানিত মানুষ। মরহুম শেখ মুজিবর রহমান আর গোলাম আজমের ছবি পাশাপাশি টাঙ্গানো হউক। হতাশ!'

আহ্বায়ক ছাড়াও দলের একাধিক যুগ্ম-আহ্ববায়ক ও সদস্যদের টাইমলাইনেও ফটোকার্ডটি শেয়ার দিতে দেখা যায়। ফটোকার্ডটি মূহুর্তে ভাইরাল হলে 'দৈনিক আমার দেশ' পত্রিকা তাদের নিজস্ব পেজ থেকে এক বিবৃতি ফটোকার্ডটা ভুয়া ও তাদের নয় বলে দাবি করেন। এ ঘটনার ১৪ ঘন্টা পেরিয়ে গেলেও ফেসবুক ফটোকাটটা সরানো হয়নি।

এ বিষয়ে জাহিরউদ্দিন মোহাম্মদ বাবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী এই গুজবের তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে লিখেন, “একজন সংগঠনের আহ্বায়ক হয়ে কোনোরকম বাচবিচার ছাড়া এমন ভুয়া পোস্ট দেওয়া দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তাছাড়া সামাজিক মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সাইবার অপরাধের পর্যায়ে পড়ে।”