চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে “৩৩তম সিইউ মার্কেটিং ডে” আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণিলভাবে উদযাপিত হয়। এদিন সকাল ৯টা ৩০ মিনিটে একটি বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিনটির উদযাপন শুরু হয়। এর পর ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে সকাল ১০.৩০টায় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর “ক্যারিয়ার হার্ডলস” বিষয়ে কর্পোরেট রাউন্ড টেবিল সেশন এবং উদ্যোক্তাদের নিয়ে টকশো “অন্ট্রপ্রাণারিয়াল ইনসাইট” সেশন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রোভিসি(প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চবি ভিসিপ্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আজকের আয়োজনে এলামনাইদের নিয়ে রাউন্ড টেবিল সেশন খুব ভালো উদ্যোগ। ভিসি এলামনাইদের উদ্দেশ্যে বলেন, আপনারাও এ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার। আমরা সবাই মিলে এ বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে গড়বো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিসি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের সেবা প্রদান করার সর্বোচ্চ চেষ্টা করছি। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা আমরা সবার আগে দেখি। তোমরা যোগ্য গ্র্যাজুয়েট হয়ে গড়ে উঠো। যাতে বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে পারো। আজকের এ আয়োজনের মাধ্যমে তোমরা উজ্জীবিত হও। অনুষ্ঠানের সফলতা কামনা এবং সবাইকে ধন্যবাদ জানান উপাচার্য।

বিশেষ অতিথির বক্তব্যে চবি প্রোভিসি(প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, চবির সাবেক ভিসি প্রফেসর নুরুদ্দিন স্যারের হাত ধরে এ বিভাগের যাত্রা শুরু হয়েছিল। সেই মার্কেটিং বিভাগ আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ বিভাগে পরিণত হয়েছে। এ বিভাগের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সাথে কাজ করছে। আশা করি, এ বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

গেস্ট অব অনারের বক্তব্যে চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, আমি এ বিভাগের শুরু থেকেই শিক্ষকতা করছি। এজন্য এ বিভাগের সাথে আমার একটা আবেগের সম্পর্ক তৈরি হয়েছে। মার্কেটিং বিভাগ চবির অন্যতম সফল একটি বিভাগ। এ বিভাগের অগ্রযাত্রা আরও সমৃদ্ধ হোক।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চবি মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাভেদ হোসেন এবং সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক দীপান্বিতা ভট্টাচার্য্য। আলোচনা সভা শেষে কেক কেটে উদযাপন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. ফুয়াদ হাসান, মার্কেটিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি।